চুয়াডাঙ্গা, ২৮ মার্চ: চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় জেলা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার রেকর্ডকৃত তথ্য অনুযায়ী, আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৮ শতাংশ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই প্রচণ্ড রোদে তীব্র গরম অনুভূত হচ্ছে। অসহনীয় তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না। যারা বের হয়েছেন, তারাও প্রচণ্ড গরমে অস্বস্তি বোধ করছেন।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় আগামী কিছুদিনে আরও তাপমাত্রা বাড়তে পারে।
উল্লেখ্য, গত বছরের ২৯ এপ্রিল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। এর আগে, ১৯৯৫ সালের ১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৮৯ সালের ১ মে তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা জনসাধারণকে প্রচণ্ড গরম থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।